বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
নানাবিধ আন্দোলন সংগ্রাম, কোটা আন্দোলন থেকে স্বৈরাচার পতন এবং দেশের রাজনৈতিক পালাবদলের ধারাবাহিকতায় দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে দেশের বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষা কার্যক্রম। অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করে শেকৃবি শিক্ষার্থীরা।
২৮ আগষ্ট( বুধবার), ২০২৪ সকাল সাড়ে ১০ টায় দ্রুত ক্লাস শুরুর দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ড এর সামনে মানব বন্ধন করে শেকৃবি শিক্ষার্থীরা।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ২য় তলায় বিশ্ববিদ্যালয়ের প্রধান রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সাথে দেখা করে দ্রুত ক্লাস শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা। তারপর ক্লাস শুরুর দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা।
এ সময় ' তুমি কে আমি কে? আদু ভাই আদু ভাই ', ' আদু ভায়ের কান্না, আর না আর না', ' আমাদের দাবি মানতে হবে, ক্লাস শুরু করতে হবে' ইত্যাদি স্লোগানে মুখরিত হয় শেকৃবি।
উল্লেখ্য, কোঠা আন্দলোন পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, ছাত্রপরামর্শকসহ অনেকে পদত্যাগ করে। ফলে বিশ্ববিদ্যালয় একরকম অভিভাবক শুন্য হয়ে পড়ে। ফলাফল প্রায় দীর্ঘ ২ মাস হতে শিক্ষার্থীরা একাডেমি কার্যক্রমের বাইরে।
এ বিষয়ে কৃষি অনুষদের একজন শিক্ষার্থী সেলিম রেজা বলেন, "এর আগেও আমরা স্যারদের সাথে ক্লাস শুরুর ব্যাপারে কথা বলেছি কিন্তু স্যারারা ক্লাস শুরুর আশ্বাস দিলেও তারা ক্লাসে আসেন নি। ডিনকে বললে ডিন বলে চেয়ারম্যান কথা শোনেন না, আবার চেয়ারম্যান বলে স্যাররা কথা শোনেন না। এই জন্য আজ আমরা আন্দলোনের ডাক দিয়েছি। আমরা স্যারদের আজকের মধ্যেই ক্লাস শুরুর নোটিশ দেয়ার আল্টিমেটাম দিয়েছি। আজকের মধ্যে ক্লাস শুরুর কোন নোটিশ না দিলে আমাদের আন্দলোন আরো জোরদার হবে।"
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যেন দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করা যায়। এখন যারা সিদ্ধান্ত নেবেন তাদের অধিকাংশ পদ ফাঁকা থাকায় সম্ভব হচ্ছে না। গতকালও আমি মন্ত্রণালয়ে গিয়েছি দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম চালু করার বিষয়ে পদক্ষেপ নিতে এবং তাদেরকে অবহিত করার জন্য। আশা করছি দ্রুত ভালো কিছু হবে।
মুক্তির ৭১/নিউজ /আশরাফুল