শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ছয় মাসব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রামে ভেটেরিনারি অনুষদের ১০০ জন শিক্ষার্থী ৫ জন করে মোট ২০ টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
আজ ১০ নভেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে এই ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৩ এর উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ তানজিমুদ্দীন খান, মেম্বার, ইউজিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: বেলাল হোসেন, উপ-উপাচার্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, প্রফেসর মো. আবুল বাশার, ট্রেজারার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম,ডিন এএসভিএম অনুষদ শেকৃবি । গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, স্কয়ার ফার্মাসিটিক্যালস। কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন ড. আল-নূর মো: ইফতেখার রহমান ও ড. মো: রাশেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলে এএসভিএম অনুষদের অন্যান্য শিক্ষক এবং ইন্টার্নিশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল লতিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর ড. আল-নূর মো: ইফতেখার রহমান এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর ড. মো: রাশেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি মেম্বার প্রফেসর ড. মো: তানজিমুদ্দিন খান বলেন, যারা ভেটেরিনারি সাইন্সের মানুষেরা আসলে মাঠে ঘাটের মানুষ। আর এই মাঠে ঘাটের মানুষেরাই আসলে দেশের জন্য কাজ করে। লাইভস্টক আসলে শুধু লাইভস্টক না৷ এটা একটা পরিবারের অংশ, পরিবারের বেঁচে থাকা এবং কোন কোন ক্ষেত্রে পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। তাই, আপনারা শুধু প্রাণীকে প্রাণী নয়, সৃষ্টিকর্তার সৃষ্টি ভেবে ভালোবাসার সাথে তাদের সাথে ট্রিট করবেন। এছাড়াও তিনি আরও বলেন, দিনশেষে আপনারা যে ভাতাটা পাচ্ছেন সেটা কিন্তু একদম জনমানুষের টাকা, এই দায় বোধ থেকে আপনার সেভাবে দায়বদ্ধ হয়ে কাজ করা উচিত৷ চটকদার বিজ্ঞাপন দেখে মানুষ যেন বিভ্রান্ত না হয় এবং ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে তাদের পরামর্শ দিবেন।
সভাপতির বক্তব্যে শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.আব্দুল লতিফ বলেন,ইন্টার্নশিপ প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার্থীদের জন্য।শুধু পাঠ্যপুস্তকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং পারদর্শিতার জন্য যথেষ্ট নয়।বাস্তবিক জ্ঞান অর্জন করা প্রয়োজনীয়তা রয়েছে যা এই প্রোগ্রামের মাধ্যমে অর্জন করার সুযোগ তৈরি হয়।আশাকরছি আমাদের শিক্ষার্থীরা এই ইন্টানশিপ প্রোগ্রামের মাধ্যমে প্রয়োগিক জ্ঞান অর্জন করবেন এবং নতুন যাত্রাকে সমৃদ্ধ করবে।
মুক্তির ৭১/নিউজ /আশরাফুল