রাজশাহী (তানোর) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ আগস্ট) বেলা ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ভার্চ্যুয়াল জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে তানোর উপজেলা সহ সারাদেশের ১৮টি ভবন উদ্বোধন করেন।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও তানোর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড যৌথ আয়োজনে ভবন উদ্বোধন উপলক্ষে তানোর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (অতিরিক্ত দায়িত্ব) আবিদা সিফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর হায়দার রশিদ ময়না। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওহাব শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. বার্নাবাস হাসদাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, মৎস্য অফিসার বাবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমন মিয়া, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান সহ অনেকে।
এসময়ে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মুক্তির ৭১/নিউজ /বকুল