বাগমারা প্রতিনিধি:
রাজশাহি বাগমারায় মাত্র কয়েক বছর আগে ছাত্রলীগ নেতাদের হাতে রোপিত কৃষ্ণচু’ড়া গাছটি আজ ছায়া দানকারী বৃক্ষে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচীতে ছাত্রলীগে নেতৃবৃন্দরা উপজেলা পরিষদ চত্তরে ওই কৃষ্ণচুড়া বৃক্ষটি রোপণ করেন। কালক্রমে বৃক্ষটি আজ বিশাল ছায়াদানকারি বৃক্ষে পরিনত হয়েছে। এই ছায়াতলে বসে উপজেলায় আগত অনেকেই বিশ্রাম নেন। এখানে আগতদের বসার ব্যবস্থাও রয়েছে। আজ বৃহস্পতিবার এই বৃক্ষ চত্তরকে স্বাধীনতা চত্তর হিসাবে উদ্বোধন করেছে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা রবিউল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সান্টু, পৌর আ’লীগ সদস্য বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন। পরে উদ্বোধন উপলক্ষে মিষ্টি বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাগমারা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স।
মুক্তির ৭১/ নিউজ/ সমিত