রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • গণমাধ্যম

    শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের উপর নৃশংস হামলা থানায় অভিযোগ

    মুন্সিগঞ্জ প্রতিনিধি থেকে
    প্রকাশ: ১৮ জুন ২০২৪ ইং
          105
    ছবি: আহত সাংবাদিক আমিনুল ইসলাম
      Print News

    মুন্সিগঞ্জ প্রতিনিধি:



    মুন্সীগঞ্জের শ্রীনগরে সিমপাড়া বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাংবাদিক আমিনুল ইসলামের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।


    মঙ্গলবার দুপুর ১২:৩০টার সময়  এই হামলার ঘটনা ঘটে। 


    হাসারগাঁও গাও গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র মো: জাকির হোসেন বাবু ও মো: জাহিদুল ইসলাম লাভলু এবং নওপাড়া গ্রামের মো: রাসেল মিয়ার নামে এই হামলার অভিযোগ পাওয়া যায়। জাকির আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে এলাকাবাসী জানান। 


    অপরদিকে সাংবাদিক আমিনুল ইসলাম আটপাড়া ইউনিয়নের হাসার গাঁও গ্রামের মৃত আ: কাদেরের ছেলে এবং শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। 


    এ বিষয়ে সাংবাদিক আমিনুল ইসলাম  বাদী হয়ে শ্রীনগর থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত  অভিযোগ দায়ের করেন। 


    অভিযোগ সূত্রে জানাযায়, ভিকটিম আমিনুল ইসলাম নিজ এলাকায় একটি মসজিদের বিশেষ দায়িত্ব পালন করে থাকেন, গতকাল সোমবার ঈদুল আজহার নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে  হামলাকারীদের সাথে কথা কাটাকাটি হলে হামলা কারীরা তাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে চলে যায়, আমিনুল ইসলাম প্রতিদিনের ন্যায়  মঙ্গলবার সিমপাড়া বাজারে গেলে আগের থেকে উৎপেতে থাকা জাকির গ্রুপ তার উপর সন্ত্রাসী স্টাইলে হাতে থাকা কাঠের ডাসা ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায় এবং তার সাথে থাকা ১৫০০০০/ টাকা মূল্যের প্রমেক্স -১৩ মডেলের একটি  আই ফোন, ১৬০০০০ মূল্যের একটি স্বর্নের চেইন ও ৬০০০০ মূল্যের একটি আংটি সহ নগদ ২০০০০ টাকা নিয়ে যায়, 


    আমিনুলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে জাকির গ্রুপ প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়, লোকজন আমিনুল ইসলামকে উদ্ধার করে  দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। 


    হামলাকারী জাকিরের মুঠোফোনে  একাধিকবার  চেস্টা  করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। 


    হামলার বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল তায়াবীর নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



    মুক্তির ৭১/নিউজ /শরিফুল 

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 709482

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ 

            যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১

            ইমেইল - info@muktir71news.com