মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • জীবনযাপন

    সাবেক এমপি ও মেয়র সন্ত্রাসী বিভিন্ন অপকর্মের বিচার চেয়ে মানববন্ধন

    রাজশাহী প্রতিনিধি থেকে
    প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ইং
          47
    ছবি: সাবেক এমপি ও মেয়র সন্ত্রাসী বিভিন্ন অপকর্মের বিচার চেয়ে মানববন্ধন
      Print News


    রাজশাহী প্রতিনিধি:


    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন  তাহেরপুর কলেজ ও পৌর শাখার আয়োজনে রাজশাহী বাগমারার সাবেক এমপি আবুল  কালাম আজাদ ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র খন্দকার সায়লা পারভীনের  বিনা ভোটে নির্বাচিত হওয়া , অস্ত্রের মুখে জমি দখল, চাকুরী বানিজ্য, অবৈধ পুকুর খনন, টাকার বিনিময়ে অর্পিত সম্পত্তি বুঝিয়ে দেওয়া ,পৌরসভায় মার্কেট  বানিজা ও সন্ত্রাসীদের মদদদাতার বিচারের দাবীতে বাগমারা  উপজেলা তাহেরপুর পৌরসভায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    রাজশাহীর-৫৫ বাগমারা-৪ আসনের  সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র  খন্দকার শায়লা পরভিনের দুর্নীতি চাঁদাবাজি,,নিয়োগ বানিয্য,

    টাকার বিনিময়ে অর্পিত সম্পত্তি বুঝিয়ে দেওয়া ,জোরকরে  জমি দখল, লুটপাট , সন্ত্রাস ও নানা আপকর্মের বিরুদ্ধে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  ছাত্র-ছাত্রী বৃন্দ সহ বাগমারা বাসি। এসময় অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি  জানানো হয়। এই এমপি ও মেয়র এর সীমাহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, লুটপাট,  টেন্ডারবাজি, বিপুল পরিমান অর্থ আত্নসাত এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর বৃহঃপ্রতিবার বেলা ১১ টায় তাহেরপুর  পৌরসভার তাহেরপুর বাজারের হরিতলা মোঢ়ে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও ইস্কুল- কলেজের  শিক্ষাথীবৃন্দ।  বক্তব্যে সাবেক এমপি আবুল কালাম ও তার সহ-ধর্মী খন্দকার শায়লা পারভিন সাবেক মেয়র তাহেরপুর পৌরসভাার  বিভিন্ন অপকর্ম তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ সোহেল রানা বলেন, আওয়ামী লীগ  সরকার দীর্ঘ ১৬ বছরে এই দেশ একক রাজত্ব কায়েম করেছিল। এই  স্বৈরাচারী সরকার কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাকস্বাধীনতা, তাদেরকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার নিপীড়ন  নির্যাতন করে মানুষের কণ্ঠ রোধ করে মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল এই  আওয়ামী লীগ সরকার।বাগমারাতে এই আওয়ামী লীগ সরকারের এমপি আবুল কালাম আজাদ  ছিল বাগমারা ত্রাস তার দাপট এতটাই ছিল যে তার বিরুদ্ধে কথা বলার সাহস রাখত  বাগমারার জনগণ। তার কথামতন থানা থেকে শুরু করে সকল স্তরের লোক মেনে চলত সে নিজ উদ্যোগকে ২০২১ সালে পৌরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ দাগি চোর জেনেও তাকে কাউন্সিলর বানানো হয়।

    কালাম বাগমারায় গড়ে তুলেছিল একটি ক্যাডার বাহিনী, এই ক্যাডার বাহিনীতে চোরা এরশাদ সরকার নিয়ে ঘুরতো ।তার এই  নিজস্ব ক্যাডার বাহিনী দ্বারা বাগমারা তে এমন কোন অপকর্ম নাই যে এমপি আবুল কালাম আজাদ  করেনি ! মানুষের তিন ফসলি জমিতে জোর করে পুকুর , হাটবাজার দখল , জোর করে  নিরীহ মানুষের বিভিন্ন জায়গা জমি দখল এবং তার ক্যাডার বাহিনী দ্বারা বিভিন্নভাবে চাঁদা উত্তোলন  বিভিন্ন ব্যবসায়ীকে হেনস্থা , চাকরির নামে নিয়োগ-বাণিজ্য এবং তার স্ত্রী সাহেলা পারভীনকে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাহেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত করে দিয়েছিলেন আবুল কালাম আজাদ। এই স্বৈরাচারী  কালামের ভয়ে তাহেরপুর পৌরসভায় কেউ নির্বাচনে দাঁড়াতে সাহস  পায়নি।  আমরা এই স্বৈরাচারী আবুল কালাম আজাদ ও বিনা ভোটের তাহেরপুর  পৌরসভার মেয়র শায়লা খন্দকারের সুস্থ তদন্ত  চাচ্ছিএবং ভবিষ্যতে যাতে  এইরকম স্বৈরাচারী কোন সরকার এ দেশে না আসে সেই  ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি এদেশের বর্তমান উপদেষ্টা মন্ডলীদের  কাছে। এছাড়া মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা এতে বক্তব্য  রাখেন। 

    এ সময় বক্তারা বলেন, কোনো  দুর্নীতিবাজের ছাড় নেই। বিভিন্ন দপ্তরে ঘুষ গ্রহণ,কমিশন বাণিজ্য, সিন্ডিকেট, হামলা, মিথ্যা মামলায় আসামি করে  সাধারণ মানুষকে হয়রানিসহ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে  হবে।


    মুক্তির ৭১/ নিউজ/সমিত

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 713602

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ 

            যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১

            ইমেইল - info@muktir71news.com