খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা


দিনাজপুরের খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।

০৩ ডিসেম্বর ২০২৪ ইং
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি:


দিনাজপুরের খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।


আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মো. রায়হান, প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার বর্মণ, কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজিজার রহমানসহ আরো অনেকে। 


এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ব্যাবসায়ীসহ সাংবাদিকবৃন্দ।

মুক্তির ৭১/নিউজ /আজিজার