বাগমারা প্রসক্লাবর দ্বি—বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


নির্বাচনে অংশগ্রহণকারী সাংবাদিকরা

৩০ নভেম্বর ২০২৪ ইং
বাগমারা প্রতিনিধি



বাগমারা প্রতিনিধি:



রাজশাহীর বাগমারা প্রসক্লাবর দ্বি—বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়ছ। উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয় সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত  চলে ভোট  গ্রহণ কার্যক্রম। 


বাগমারা প্রসক্লাবর দ্বি—বার্ষিক নির্বাচন উপলক্ষ শনিবার প্রেসক্লাব কার্যালয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, সহ—সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ একাধিক প্রার্থী থাকায় তিন পদ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার গোন প্রত্যক্ষ ভোট পেয়ে  সভাপতি, সহ—সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিন জন নির্বাচিত হয়। 


নির্বাচনকালীন সময় ভো  পর্যবক্ষণ প্রধান অতিথি হিসব উপস্থিত  ছিলন উপজলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিশষ অতিথি হিসব উপস্থিত ছিলেন  সহকারি কমিশনার (ভমি) নাহিদ হাসন। ভোট গ্রহণ শষ উক্ত নির্বাচনের আহায়ক আকবর আলীর পরিচালনায় প্রাপ্ত ভোটের ফলাফল ঘাষণা করেন উপজলা নির্বাহী কর্মকর্তা। 


এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক  সোনার দেশের  প্রতিনিধি রাশদুল হক ফিরাজ তার নিকট তম প্রতিদ্বদ্বী ছিলন নতুন প্রভাতের প্রতিনিধি আলতাফ হাসন মন্ডল, কালবলার প্রতিনিধি ইউসুফ আলী সরকার, এবং ইত্তেফাক  প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স। 


সহ—সভাপতি পদ নির্বাচিত হয়েছেন চ্যানল এস এর প্রতিনিধি নূর কুতুবুল আলম। তার নিকট তম প্রতিদ্বদ্বী ছিলেন, ডেন্টা  টাইমসের  প্রতিনিধি নাজিম হাসান। এছাড়াও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের সংবাদর প্রতিনিধি হেলাল উদ্দীন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী  ছিলেন সানালী সংবাদের  প্রতিনিধি এস,এম, সামসুজ্জাহা মামুন।  


এছাড়াও চারটি পদ কোন  প্রতিদ্বদ্বী না থাকায় চারজন নির্বাচিত হয়েছেন । এত যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক  আমাদর রাজশাহীর প্রতিনিধি শামীম রজা, দপ্তর সম্পাদক পদে দৈনিক  সংবাদর প্রতিনিধি আকবর আলী, কাষাধ্যক্ষ পদে দৈনিক  বার্তার প্রতিনিধি আব্দুল মতিন কপিরাইট   পদে  ডইলি অবজারভারের প্রতিনিধি আনায়ার হাসন বাবু। 


নির্বাচন কমিশনারর দ্বায়িত্ব ছিলন উপজলা কষি অফিসার আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা এবং আইসিটি অফিসার তারজরুল ইসলাম মিলন।



মুক্তির ৭১/ নিউজ/ সমিত