প্রধান শিক্ষক সহ তাঁর পরিবারকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা!


প্রধান শিক্ষক হাসপাতালে ভর্তি

১৮ নভেম্বর ২০২৪ ইং
বাগমারা প্রতিনিধি


বাগমারা প্রতিনিধি:



রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানলী ইউনিয়নের বড় বিহানলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো:সেকেন্দার আলী সহ তাঁর পরিবাররের সবাইকে তরকারির সাথে বিষ মিশিয়ে  হত্যা চেষ্টা করা হয়েছে ,আজ ১৮ই নভেম্বর আনুমানিক দুপুর ২.০০ ঘটিকার সময় উপজেলার বড়বিহানলী ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।


এ বিষয়ে ওই শিক্ষকের ছেলে মোঃ সামিউল আলম শিশির জানান তাঁর বাড়িতে একটি  ১২ বছরের  কাজের মেয়ে রয়েছে সে মেয়েটির মাধ্যমে এই ঘটনাটি ঘটানো  হয়েছে  ।


তিনি আরো বলেন, আমার বাবা প্রতিনিয়ত ইস্কুল থেকে বাসায় এসে দুপুরের খাবার  খায় এবং আমার বউ বাবাকে  খেতে দেয় , আজও আমার বউ বাবার জন্য ভাত-তরকারি টেবিলে রেখে ঘরের ভিতরে যায, এসময় খাবার ঘরের দরজা খোলা ছিল, এসময় কে বা কারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে তরকারিতে বিষ মেশায়। পরে আমরা জানতে পারি আমাদের বাসায় ১২ বছরের একটি বাচ্চা মেয়ে কাজ করে সেই কাজের মেয়েটার দ্বারা এই ঘটনাটি  সংগঠিত হয়।


তিনি আরো বলেন, কাজের মেয়েটির বক্তব্য যে, মোটর সাইকেল যোগে চোখ মুখ বাঁধা অবস্থায় দুটি লোক এসে তাকে ভয় ভীতি দেখিয়ে  বলেন যে যদি সে আমাদেরকে  বিষ প্রয়োগে হত্যা না করে তাহলে তাকে হত্যা করা হবে বা যদি সে হত্যা করতে পারে তাকে পুরস্কৃত করা হবে, তখন মেয়েটি ভয়ে ও তাদের প্রলোভনে প্রভাবিত হয়ে আমাদের খাবারে বিষ মেশায় ।


আমার বাবা প্রথমে খেতে শুরু করে পরে তিনি খাবারে বিষ মেশানো আছে বুঝতে পারে এবং তিনি অসুস্থ হয়ে পড়ে। এঘটনার পরে আমরা আর বাড়ির কেউ এ খাবার খাইনি এবং আমার বাবাকে চিকিৎসার জন্য সাথে সাথে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ও সুস্থ আছেন।


তবে আমরা মেয়েটির বয়স বিবেচনায় নিয়ে এ বিষয়টি নিয়ে থানায় কোন অভিযোগ  করতে চাচ্ছি না।


এ বিষয়ে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসকের কাছে রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি  বলেন , তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল  চিকিৎসা করার  পর তিনি এখন সুস্থ আছেন ও সঙ্কা মুক্ত ।


এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ওসি তৌহিদুর রহমান জানান , এ বিষয়টি আমরা অবগত নয় এবং এ বিষয়ে থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি, তবে যদি অভিযোগ বা মামলা হয় তাহলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।



মুক্তির ৭১/নিউজ / সমিত