শাল্লায় আলাদা আলাদা মঞ্চে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন




০৯ নভেম্বর ২০২৪ ইং
শাল্লা প্রতিনিধি



শাল্লা প্রতিনিধি:


ঐতিহাসিক ৭নভেম্বর। দেশের ইতিহাসে দিনটি অনেক ঘটনাবহুল ও আলোচিত। ৭নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক নামে দিবসটি পালন করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে আসছে।

এবছর বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক দেশের বিভিন্ন স্থানে ১০দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালনের নানা কর্মসূচী গ্রহণ করে। তারই প্রেক্ষিতে সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ

সংগঠনের নেতৃবৃন্দ আজ শনিবার (৯নভেম্বর) দু’টি আলাদা আলাদা মঞ্চে দিবসটি পালন করেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ

মিছিল সহকারে উপজেলা সদরে উপস্থিত হন।

দুপুর ১২টায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়ালের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের

ব্যানারে একটি মিছিল বের করেন এবং উপজেলা সদর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে মিলিত হন। সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ চৌধুরীর পরিচালনায় ও উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানীর সভাপতিতে সাধারন সম্পাদক মোঃ আওয়াল, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোঃ নূরুল আমিন, যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক মোঃ আঃ রাজ্জাক, হবিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: উসমান গনি, সাধারন সম্পাদক শৈলেন্দ্র চন্দ্র দাস, বাহাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস,

আটগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নূরুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক রোমান আহমদ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ও উপজেলা বিএনপি নেতা মোঃ আব্দুল করিমের নেতৃত্বে দুপুর

একটায় একটি সুবিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন উপজেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে মিছিলটি সমাবেশে মিলিত হয়। জনবহুল

অংশের সমাবেশে বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ও মাহবুর হোসেন শিশু মিয়ার যৌথ পরিচালনায় এবং দলের সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিএনপি নেতা মোঃ আব্দুল করিমের (মাস্টার) স্বাগত বক্তব্যের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এসময় উপজেলা বিএনপি নেতা আলী আমজাদ, মাসুদ আল কাওসার, আব্দুল মান্নান, ছাত্রদল নেতা সাঈদ হোসেন সাগর, ছাত্রদলের সভাপতি তারেক হাসান মুন্না, যুবদলের যুগ্ম আহŸায়ক রাকিব মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, যুবদল নেতা সফি মিয়া, বিএনপি নেতা নাসির উদ্দিন, কৃষক দলের জেলা কমিটির সদস্য শামীম আহমেদ সহ নানা স্তরের প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


মুক্তির ৭১/নিউজ /শান্ত