কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু


কলাপাড়ায় অবৈধ উচ্ছেদ অভিযান শুরু

০৫ নভেম্বর ২০২৪ ইং
কলাপাড়া প্রতিনিধি

কলাপাড়া প্রতিনিধি:



পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া বেলাভূমি ও সৈকতে যাতায়াতের সড়কের দুই পাশের প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।


মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮ টায় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। যা চলবে আরও দুইদিন। বাংলাদেশ সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ।


এর আগে পর্যটন নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। অনেকে তাদের স্থাপনা সরিয়ে নেন। যারা সরিয়ে নেননি তাদের স্থাপনা গুড়িয়ে দেয়া হচ্ছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘কুয়াকাটায় সরকারি জায়গা দখল করে প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করেছিলো দখলদাররা। তাদের এসব স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেয়া হলেও অনেকেই তা সরিয়ে নেয়নি। পরে জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ করা হচ্ছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে ট‍্যুরিজম পার্কের পূর্বপাশে বসানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’


মুক্তির ৭১/নিউজ/রাসেল