চেয়ারম্যান মকবুলের পরিবর্তে এসিল্যান্ডকে প্রসাশনিক ক্ষমতা অর্পণ


চেয়ারম্যান মকবুল

১৫ অক্টোবর ২০২৪ ইং
বাগমারা প্রতিনিধি


বাগমারা প্রতিনিধি:



রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য চেয়ারম্যান মকবুল হোসেনের পরিবর্তে এসিল্যান্ডকে আর্থিক ও প্রসাশনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। 


চেয়ারম্যান মকবুল হোসেনের লাগাতার পরিষদে অনুপস্থিতিতে জণদুর্ভোগ কমাতেই এ ক্ষমতা অর্পণ করা হয়। 


স্থানীয় সরকার বিভাগের বিধি অনুযায়ী রাজশাহী জেলা প্রশাসক স্বাক্ষরিত এক চিঠিতে নতুন করে এ ক্ষমতা অর্পণ করা হয়েছে। 


সোমবার ১৪ অক্টোবর রাজশাহী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসিম কুমার স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। 


গত ২২ সেপ্টেম্বর চেয়ারম্যান মকবুল হোসেন কে বাগমারা থানা পুলিশ গ্রেফতার করে।  মূলত গত ৫ আগষ্টের পর থেকেই তিনি গাঢাকা দিয়ে থাকায় পরিষদের কার্যক্রম ব্যহত হতে থাকে। 


একপর্যায়ে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠে এবং স্থানীয় জনতা এর প্রতিবাদ শুরু করে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের দুইজন সদস্য জণগনের হাতে লাঞ্ছিত হয়।



মুক্তির ৭১ /নিউজ /সমিত