কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা চালু রেখে কর্ম বিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা


সদর হাসপাতাল, কক্সবাজার

০১ সেপ্টেম্বর ২০২৪ ইং
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার:


সারাদেশে চিকিৎসকরা কমপ্লিট শাটডাউনের  ঘোষণা দিলেও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র ইন্টার্ন চিকিৎসকরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্ম বিরতি পালন করছেন, অন্যদিকে জরুরি বিভাগসহ সকল বিভাগে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।



তবে ইন্টার্ন না থাকায় কিছুটা প্রভাব পড়েছে চিকিৎসা সেবায়। আজ রবিবার (০১ সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া চিকিৎসা সেবা চলমান রয়েছে কক্সবাজারের বেসরকারি হাসপাতাল গুলোতেও।


কক্সবাজার সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো জানিয়েছেন, কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে। আমরা যেহেতু সরকারি চাকরি করি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নিব। আমাদের জরুরি বিভাগ থেকে অন্যান্য সকল বিভাগে চিকিৎসা সেবা চলমান রয়েছে। তবে ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, সারাদেশের সিদ্ধান্তের সাথে তারাও কর্মবিরতি পালন করছে। দুপুর দুইটা থেকে তারা কর্ম বিরতিতে রয়েছেন।

মুক্তির ৭১/নিউজ /ওমর