রবির বিক্ষোভ সমাবেশে প্রবেশের চেষ্টা স্থানীয় ছাত্রলীগের : আহত ১


রবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা

১৬ জুলাই ২০২৪ ইং
রবি প্রতিনিধি


রবি প্রতিনিধি:



সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ সমাবেশে লাঠি-সোঁটাসহ স্থানীয় ছাত্রলীগের হামলার চেষ্টা। আন্দোলনে আসার সময় এক শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় ছাত্রলীগ।


আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এ বিকেল ৪ টায় বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। এতে ভেঙে যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। 


আন্দোলন শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের উপস্থিতি দেখা যায়। 


শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে আন্দোলন করার সময় স্থানীয় ছাত্রলীগ লাঠিসোঁটা, ষ্টিল পাইপ ইত্যাদি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাদিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাবার পথে একাধিকবার আক্রমণের চেষ্টা করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং পুলিশ স্থানীয় ছাত্রলীগকে ভেতরে প্রবেশ থেকে বিরত রাখেন।


উত্তোজনা বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাস পরিদর্শনে আসেন। তিনি শিক্ষার্থীদের শান্ত হওয়ার পরামর্শ দেন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন।


পরে আন্দোলনকারীরা পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা করে আজকের বিক্ষোভ সমাবেশ শেষ করেন।

মুক্তির ৭১/নিউজ /হাফিজ