কবিতা: নক্ষত্রের অপেক্ষাতে- শাহনাজ


শাহনাজ প্রধান

১২ জুলাই ২০২৪ ইং
শাহনাজ প্রধান

সাহিত্য ডেস্ক:



শূণ্যতায় ঘেরা পৃথিবীতে

বিকর্ষ হই জগতের মোহতে

বিগর্হণা লেপে আছে আমার ধরণীতে!

তবু কেনো হৃদকম্পন হয় তাঁর ভাবনাতে!

ছুঁয়ে দেখতে চাই একটি বার তাঁর হাতে!

তাঁর পরশে বিঘাতী ভেঙ্গে আছড়ে পরবো আলোর জগতে!

ঐ তো নক্ষত্র উকি দিচ্ছে মনে হয় এমন রাতে!

একি কল্প জগতের ভাবনায় বিভোর আমি?

জানিনা হৃদয় ধাবিত হয় কেনো তাঁর পথে!

কি করে বাঁচবো বিশীর্ণ হৃদয় নিয়ে!

সে যেনো আছে কোন অচেনা জগতে!

প্রেমের বতাহত হচ্ছি  এ নিশিতে!

আসবে কি সে আমার মায়াতে

জুড়াতে প্রাণ প্রেম আবেশে?

দ্রোহকাল চলছে অন্তর ঘরে

হৃদয়ে মঞ্জরী জাগাতে পারো তোমার বাহুডোরে

আমাকে মঞ্জুল করতে আসোনা গো প্রিয় আমার তরীতে!

নয়তো মঞ্জন হবো অন্ধকারে!