কবিতা: এমন দুর্যোগ কে চেয়েছে - রেখা


কবি ফাতেমা ইসরাত রেখা

২৮ মে ২০২৪ ইং
ফাতেমা ইসরাত রেখা


ফাতেমা ইসরাত রেখা:


স্বস্তির সুবাতাস বইছে ধীরে 

ঝিরি ঝিরি বৃষ্টির বেসুরো তালে। 

তবুও কি মিলছে শান্তি মনে! এই ক্ষণে? 

দূর থেকে ভেসে আসছে কান্নার সুর, অসহায় আর্তনাদ  

ডুবে যাচ্ছে উপকূল। ভেসে যাচ্ছে আবাস। 

মানুষের হাহাকারে বিদীর্ণ বাতাস। 

তুমুল তাণ্ডবে বিচ্ছিন্ন পরষ্পর। জীবন বধির।

নিরপরাধ গবাদি পশু চিরকালই অসহায়, 

ওরা মরে পড়ে আছে আপন খাঁচায়। 


কি নির্মম প্রকৃতির খেয়াল মাঝে মাঝে‌!

ডুবে যাওয়া ফসলের মাঠে হয়তো ভাসবে কাল

আজকের ফলে থাকা ফসলের ফসিল 

নিরন্ন মানুষের চিৎকার বেঁচে থাকবে, আরও কিছুদিন।

এমন দুর্যোগ! কে চেয়েছে তীব্র সংকটেও 

এই পৃথিবীর মানুষের উত্তপ্ত অনুভবে! 

থেমে যাক ঝড়। থেমে যাক তাণ্ডব 

তবুও বেঁচে থাক অসহায় চোখে বাঁচার প্রেরণা 

বেঁচে থাক মানুষ সময়ের ঢেউয়ে ভেসে ভেসে।