ফাতেমা ইসরাত রেখা:
তবুও অন্ধকার কেটে গেছে ভোরে
উঠেছে সূর্য আলোর পরশ দিয়ে,
তবুও পৃথিবীর মানুষের ভিড়ে তুমি
হেরে গেছো ঠিক নিজেকে হারিয়ে।
দুপুরের রোদ মুখ মেঘে ঢেকে গেছে
অঝোর বৃষ্টিতে আঁখি জল ধু'য়ে,
অধুনা মনের কথা মনেই মরে গেছে
অবুঝ তোমার সবটুকু মন ছুঁয়ে।
তবুও অগণিত পাখির ঠোঁটে হাসি
মুখরিত কলরবে সন্ধ্যা বিলিয়ে,
তবুও কিছুক্ষণ চুপচাপ বসে থাকা
তোমার স্মৃতি সুখ বুকে জড়িয়ে।
একদিন হাওয়ার পাল্কি চড়ে দূরে
হারিয়ে ছিলাম দুরন্ত পথিক হয়ে,
তোমার ভাবনা জুড়ে মুখস্থ সময়
আমাদের নিকানো উঠোন মাড়িয়ে।
তবুও হৃদয়ে খুনসুটি বেঁচে আছে
দু'টি চোখ ভরে অভিমান বাঁচিয়ে,
তবুও তুমি আছো আর আমি আছি
দূর থেকে আরও বহুদূরে দাঁড়িয়ে।
আমাদের মাঝে থাকা নিয়তির হাত
এভাবেই থাকুক চিরদিন সাথী হয়ে,
তবুও প্রেমে-অন্ধ দু'টি মন ভাবনার
বেঁচে থাক শুধু হৃদয় থেকে হৃদয়ে।
ফাতেমা ইসরাত রেখা
সাহিত্য সম্পাদক
মুক্তির ৭১ নিউজ ডট কম