ফাতেমা ইসরাত রেখা:
ক্ষুধা ও তৃষ্ণা কাতর দৃষ্টির ভেতর
গোপন কষ্টের অনুরাগ ছিলো ঢের,
যেন মন্বন্তর কেটে যাওয়া সভ্যতার
শেষ চিহ্নের মতো একফালি চাঁদ
আকাশে হেসে উঠলো হঠাৎ ফের।
গাভীন ক্ষেতের ফসলের ঘ্রাণ টেনে
এইখানে স্থির হয়ে গেছে নিঃশ্বাস,
কার্নিশ বেয়ে বেড়ে ওঠা লতা, ফুল
জলের তৃষ্ণা পুষে বুকের ভেতরে
কলসীর কানায় ছুঁড়ে দিলো বিশ্বাস।
সবুজ বনভূমি উজাড় হলো তারপর
উদাস আকাশ নীল মুছে দিয়ে ধূসর,
মোহ মায়া সব বিলায়ে হাজার প্রাণে
কবিতার পাণ্ডুলিপি লিখলো ইতিহাস
তোমার মুক্তির দামে বিসর্গ সহচর।
ফাতেমা ইসরাত রেখা
সাহিত্য সম্পাদক
মুক্তির ৭১ নিউজ ডট কম