দিনাজপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় "প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে উপজীব্য করে দিনাজপুরের খানসামা উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়। এরপর স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রদর্শনীর ভার্চুয়ালী উদ্বোধন করেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রতন কুমার ঘোষ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা তাদের পালিত বিভিন্ন উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, কবুতর, পাখিসহ বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শন করেন।
মুক্তির ৭১/নিউজ /আজিজার