উপজেলা আ: লীগের সভাপতি সাইফুল চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা


দিনাজপুরের খানসামায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

১২ এপ্রিল ২০২৪ ইং
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি:



আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। 


শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে খানসামা ডিগ্রি কলেজ মাঠে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। পরে উপস্থিত নেতাকর্মীরা আপ্যায়িত হন। 


অনুষ্ঠানে সাবেক যুবলীগ নেতা ও খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত বক্তব্য দেন,  জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাড. শামসুর রহমান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ টেংকু, আইনুল হক শাহ, রত্ন কুমার বিএসসি, আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও ধীমান দাস, সাংগঠনিক সম্পাদক মঞ্জিল আফরোজ পারভীন ও সাদেকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের আহ্বায়ক জীতেন্দ্রনাথ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রানী রায়, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল তাঁর বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উন্মুক্ত ঘোষণা করেছেন। দলীয় প্রতীক বিহীন নির্বাচন হবে এবার। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ও এই আসনের সংসদ সদস্য অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর উন্নয়ন কাজে সহযোগিতা করতে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। এইজন্য সকলের সহযোগিতা চাই। 


উল্লেখ্য, এর আগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।

মুক্তির ৭১/নিউজ /আজিজার