যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে চাকরি পেলেন ৪৪ জন


যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে চাকরি পেলেন ৪৪ জন

২৩ মার্চ ২০২৪ ইং
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:


"চাকরি নয় সেবা" এই স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষা, জানুয়ারি ২০২৪ খ্রি. এর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা ও পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং এবং নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম বার । 


পুলিশ সুপার নির্বাচিত প্রার্থীদের অভিভাবকদের অভিব্যক্তি জানতে চাইলে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কয়েকজন অভিভাবক আনন্দে আপ্লুত হয়ে যান। তারা বলেন যে, তারা বিশ্বাস করতে পারছেন না তদবির ছাড়াই পুলিশে তাদের ছেলে এবং মেয়েদের চাকুরী হয়েছে। 

এসময় পুলিশ সুপার যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রার্থীরা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দিকনির্দেশনায় এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ  চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম বার পিপিএম ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম বার পিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশকে যুগোপযোগী ও স্মার্ট পুলিশ হিসেবে গড়ার লক্ষ্যে এই নিয়োগ প্রক্রিয়া অন্যতম একটি ধাপ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচিতদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে জনমুখী পুলিশিং এর ব্যাপ্তি আরো বৃদ্ধি পাবে ও পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। 


এসময় উক্ত অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ কুমিল্লা, বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ ‍সুপার প্রশাসন ও অর্থ নোয়াখালী এবং জনাব হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত লক্ষ্মীপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।

মুক্তির ৭১/নিউজ /দেলোয়ার