কবিতা: তন্দ্রাহরিনী ললনা


সোমা ঘোষ মনিকা

১৪ মার্চ ২০২৪ ইং
সোমা ঘোষ মনিকা


সোমা ঘোষ মণিকা:


ওগো চপলা তন্দ্রাহরিনী ললনা

প্রেমের হাটে চলবে না আর তোমার ছলনা

দেখো ঐ নয়নে চেয়ে

পুষছো যেখানে প্রেমের স্বপন যতনে,

ফুটছে উঠে প্রণয়ফুল

লাজে রাঙে কপোল জুড়ে...

ওগো চপলা তন্দ্রাহরিনী ললনা

প্রেমের ঘাটে চলবে না আর ছলা কলা....

শোন কান এই বুকে পেতে

রয়েছো তুমি মনমাঝারে..... 

জেগেছে প্রেম ফল্গুধারায়.... 

এইবার ভালোবাসি হেসে বলনা......

ওগো চপলা, গজগামিনী ললনা

প্রেমের হাটে চলবে না আর তোমার ছলনা....

মুখে যতই বলো না... না... না....

মন তোমার বেঁধে রাখা তো যাবে না.....

হরিষে বিষাদে প্রেমে পূর্ণ অভিসারে....

আমার মতো কেউ তো তোমায় ভালো তো বাসবে না.....

ওগো চপলা তন্দ্রাহরিনী ললনা 

অভিমান ছেড়ে ভালোবাসি বলনা.......


গান লিখার একটি সার্থক ব্যর্থ চেষ্টা করেছি। সবাই আমার জন্য প্রার্থনা করবেন - মনিকা