বাউনিয়া উপশাখায় "আইএফআইসি প্রতিবেশী উৎসব ২০২৪" পালিত


প্রতিবেশী উৎসবে গ্রাহকদের জন্য বিভিন্ন পিঠার আয়োজন করা হয়েছে, ছবিতে অফিস ইনচার্জ মোস্তফা কামাল

০৮ ফেব্রুয়ারী ২০২৪ ইং
বিশেষ প্রতিনিধি


বিশেষ প্রতিনিধি:



সারা দেশে ১৩৬০'র বেশি শাখা-উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক  "আপনার প্রতিবেশী" হয়ে ছড়িয়ে পড়েছে "টেকনাফ থেকে তেঁতুলিয়া, জৈন্তাপুর থেকে পারুলিয়া"।


দেশের সর্বপ্রথম ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করেছে ব্যাংকটি প্রতিটি শাখা-উপশাখায়। সর্বাধুনিক ব্যাংকিং প্রযুক্তি নিয়ে গণমানুষের দোরগোড়ায় পৌঁছে যাবার লক্ষ্যেই গড়ে উঠেছে এর বিস্তৃত নেটওয়ার্ক।


এ উপলক্ষে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে আজ বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে "আইএফআইসি প্রতিবেশী উৎসব ২০২৪" বাউনিয়া উপশাখায়। 

উৎসবটির সার্বিক তত্তাবধানে ছিলেন কে. এম. মোস্তফা কামাল অফিসার ইনচার্জ। 

তিনি মুক্তির ৭১ নিউজ ডট কম কে জানান, গ্রাহকদের আরও দ্রুত ও ভালো সেবা দেওয়ার লক্ষে  পরস্পরের মধ্যে সেতু বন্ধন তৈরিতে এই প্রতিবেশী উৎসব বিশেষ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য এই প্রতিবেশী উৎসবটি সারা দেশে শুরু হয়েছে ১৪ জানুয়ারি এবং শেষ হবে ১২ ফেব্রুয়ারি।

মুক্তির ৭১/নিউজ /শাহিদ