নেত্রকোণায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার


নেত্রকোণায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

২৩ জানুয়ারী ২০২৪ ইং
নেত্রকোনা প্রতিনিধি



নেত্রকোনা প্রতিনিধি:


নেত্রকোণা ম‌ডেল থানা পু‌লি‌শ কর্তৃক বিশেষ অভিযানে  ২২/০১/২০২৪ইং তারিখ রাত  ১৯.২০ ঘটিকার সময় উত্তর সাতপাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পৌর শহরের কেডিসির গেটের সামনে পাকা রাস্তার উপর চলমান বিশেষ অভিযানের অংশ  হিসেবে চেকপোস্ট করাকালীন সময়ে মাদক কারবারী মোঃ নাজিম উদ্দিন (৩৩), পিতা হাশেম খা, সাং -সাতপাই রেল কলোনি কে গেপ্তার করে সদর  থানা ও পুলিশ। 


আসামিকে বাজারের ব্যাগ হাতে নিয়া সন্দেহজনক অবস্থায় দ্রুত গতিতে যাইতে দেখে গভীর সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় অফিসারের সহায়তায় তাহাকে ধৃত করে  তাৎক্ষণিক উপস্থিত লোকজনের সামনে আসামি নাজিম উদ্দিন এর বাম হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে আকাশি কালারের  পলিথিন কাগজের ভিতর খাকি কষ্টেপ দ্বারা মোড়ানো ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।


এদিকে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি জানান,আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।