পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার (২৭ অক্টোবর) নানা আয়োজনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই স্লোড়গানকে সামনে রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পূর্বধলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল আলোচনা সভা, আনন্দ র্যালী ও কেক কাটা। পূর্বধলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পূর্বধলা শাখার সভাপতি আফাজ জাহাঙ্গীর রাসু। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পূর্বধলা শাখার সাধারন সম্পাদক হাসান আব্দুল্লাহ আল তারেক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ডিবি দক্ষিণ শাখার পুলিশ পরিদর্শক, শাহ্ মোঃ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর, সংগঠনটির যুগ্ম সাধারন সম্পাদক মো: আব্দুল কাদির, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান প্রমুখ। আলোচনা শেষে পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় শতাধিক মুক্তিযোদ্ধার সন্তানের উপস্থিতিতে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। মিছিলটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য সন্তান কমান্ড তার লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানি দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবসময় কাজ করে যাবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
মুক্তির ৭১/নিউজ / মামুন