কলাপাড়ায় ১ লক্ষ ৫৬ হাজার ৯২৬ জন ভোটার পাচ্ছে স্মার্ট কার্ড


কলাপাড়ায় ১ লক্ষ ৫৬ হাজার ৯২৬ জন ভোটার পাচ্ছে স্মার্ট কার্ড

১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং
কলাপাড়া প্রতিনিধি

 কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর কলাপাড়ায় প্রথম ধাপে ১ লক্ষ ৫৬ হাজার ৯২৬ জন ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পৌর শহরের শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কার্যালয় এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দিন।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে জাতীয় পরিচয় নিবন্ধন (গ্রেড ওয়ান) মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল আবু হাসানাত মো: সায়েম (বিজিবিএমএস এফডব্লিউসি পিএসসি এমফিল, প্রকল্প পরিচালক (আইডিইএ) প্রকল্প (২য় পর্যায়), জেলা প্রশাসক মো: নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম (বিপিএম, পিপিএম, পটুয়াখালী) ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন বক্তব্য রাখেন।


এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তার সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনজীবী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


মুক্তির ৭১/নিউজ /রাসেল