কলাপাড়ায় গাইড গাইডার কোর্সের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরন


গাইড গাইডার কোর্সের প্রশিক্ষণ

১৫ সেপ্টেম্বর ২০২৩ ইং
কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি:



পটুয়াখালীর কলাপাড়ায় গাইড গাইডার কোর্সের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরন করা হয়েছে।


আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কলাপাড়া মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন কলাপাড়া উপজেলা শাখা এর আয়োজন করেন।


অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এতে সভাপত্বি করেন বাংলাদেশ গার্ল গাইড কলাপাড়া উপজেলার স্থানীয় কমিশনার নমিতা রানী সরকার। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ গার্ল গাইড বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিশনার রাবেয়া খাতুন, পটুয়াখালী জেলা উপদেষ্টা প্রফেসর লুৎফুন নেসা বেগম, পটুয়াখালী জেলা কমিশনার মুর্শিদাহ রাইহান, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা ও কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল আলমসহ বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। এসময় কলাপাড়া মহিলা কলেজের প্রভাষক, রোবার গাইডার ও বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের সদস্য শুভ্রা চক্রবর্তী কল্যাণী, রুবিনা ইয়াসমিন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন কলাপাড়া উপজেলা সচিব জাহানারা খাঁন।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলার মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মহিলা শিক্ষকদের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে এ সার্টিফিকেট প্রদান করা হয়।


 মুক্তির ৭১/নিউজ /রাসেল