রাণীশংকৈলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন


বিনামূল্যে সার ও বীজ বিতরণ

১২ সেপ্টেম্বর ২০২৩ ইং
স্টাফ রিপোর্টার


স্টাফ রিপোর্টারঃ



ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ  বিতরণ 

করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ছাড়াও বক্তব্য দেন- কৃষি অফিসার শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহবায়ক আবু তাহের, অধ্যক্ষ নবাব আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ

সাংবাদিক ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।পরে,উপস্থিত কৃষকদের প্রত্যেককে ৫ কেজি করে মাষকলাইর বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। কৃষি অফিস সূত্রমতে এ কার্যক্রমের আওতায় উপজেলায় ১৩০ জন কৃষককে সার ও  মাসকলাইর বীজ এবং ১০০ জন কৃষককে গ্রীষ্মকালীন পিঁয়াজের বীজ ও সার দেয়া হবে।

মুক্তির ৭১ /নিউজ/ হু. ক