সিরাজদিখানে শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উদযাপন


শুভ জন্মাষ্টমী পালন

০৭ সেপ্টেম্বর ২০২৩ ইং
স্টাফ রিপোর্টার


স্টাফ রিপোর্টারঃ

প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণের জন্ম হয়। দিনটি ধর্মীয় ভাবগার্ম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সনাতন সম্প্রদায়ের আরাধ্য শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।


বুধবার ৬ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দির, বাজার, ও বিভিন্ন সংগঠন র‌্যালী করেছে। উপজেলা পুজা উদযাপন কমিটির আয়োজনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও মন্দির কমিটির সহযোগিতায় বিকাল ৪ টায় একটি র‌্যালী সন্তোষপাড়া মোড় থেকে বের হয়ে উপজেলার দানিয়া পাড়া মন্দিরে গিয়ে শেষ হয়। এর আগে বেলা সাড়ে ১১ টায় উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার লক্ষীকালী মন্দির থেকে একটি র‌্যালী বের হয়ে ইউনিয়নেয়র প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেগুনাসার গ্রামে প্রাচীন শিব মন্দিরে গিয়ে সমাপ্ত হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, মুন্সিগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তি, সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, রশুনীয়া ইউনিয়ন পরিষদ চেযারম্যান এডভোকেট আবু সাঈদ। আরো উপস্থিত ছিলেন বিমল চন্দ্র দাস, তপন রাজবংশী, সুদর্শন দত্ত, হরি নারায়ন মন্ডল, অনিল রায়, দেব প্রসাদ পোদ্দার, বাপ্পী দে, কার্তিক চন্দ্র দাস, আসীম দাস প্রমুখ।   

মুক্তির ৭১/ নিউজ / হু ক