কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ফলদ ও বনজ বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন


কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ফলদ ও বনজ বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন

০৪ সেপ্টেম্বর ২০২৩ ইং
কুলিয়ারচর প্রতিনিধি

কুলিয়ারচর প্রতিনিধি:


কিশোরগঞ্জের কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ফলদ ও বনজ বৃক্ষরোপন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।


সোমবার (৪সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন চত্ত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করে বৃক্ষ রোপন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আলীম রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুর রহমান পটল, বীর কাশিমনগর এফ.ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুক্তির ৭১/নিউজ /কাইসার