কবিতা : ক্ষয়


কবি জেবুন্নেছা জেবু

২০ অগাস্ট ২০২৩ ইং
জেবুন্নেছা জেবু


জেবুন্নেছা জেবু:



সুখী হতে ভালোবাসার ব‍্যাকুলতায় 

সবাই  সঙ্গী খুজেঁ  বেড়ায়,

অতপর  চ‍্যাটিং ডেটিং  কামনায়   

অন্ধ হয়ে  করে বিকৃত প্রণয়।


পাওয়ার প্রবল বাসনায়

হরেক  রকমের  বাহানা রোজ বানায়,

নিত‍্য ওরা ভিন্নতায়  নিজেকে বদলায় 

অতপর প্রেম তাপে পুড়ে  আহত হয়। 


যৌনতা কভু  নয় ভালোবাসা

প্রমিকদের বুঝে না হৃদয়,

ওরা বুঝতেই চায় না যৌনতায় 

নিজেদেরই  হয় ক্ষয়।


যতো পায় ততো চায় 

হাড় গাল কোমর ভেঙ্গে সৌন্দর্য হারায়,

বিবেক বিক্রয়  করে যন্ত্রনার অনলে পুড়ে

কে হয়েছে  সুখী মিথ্যা আলিঙ্গনে?


একটা তুমির জন্য তোমরা 

কেনো বার বার সাজো উলঙ্গপনায়?

প্রেম নিয়ে করো না ছলনা

 ভালোবাসায় পবিত্রতা  রাখো বজায়।


জ্বলছে  মন চারদিকে অকারণ 

সময়ে চিত্তের  ফুরাবে সব প্রয়োজন,

সত‍্য পবিত্র পথ করো অবলম্বন 

তবেই সুখী আনন্দময় হবে অতৃপ্ত জীবন।।