বাংলা টিভির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের সত্যতা পেয়েছে দূর্নীতি দমন কমিশন


সৈয়দ সামাদুল হকে ও বাংলা টিভি

০২ অগাস্ট ২০২৩ ইং
বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি:



দুদক অনুসন্ধানের প্রয়োজনে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সামাদুল সহ বাংলা টিভির  উপ- পরিচালজ সেলিনা আক্তার মনি এবং সকল পরিচালকদের নোটিশ দেয়া হয়। জুনের প্রথম সপ্তাহে হাজির হতে বললে চক্রটি কু- কৌশল অবলম্বন করে। গরমের কারনে অসুস্থতার কারন দশায়।  এবং তারা দুই মাস সময় চায়। অপর সকল পরিচালক একই রকম ভিন্ন ভিন্ন অসুস্থতার কারন দেখিয়ে দুই মাসের সময় চায়। 


বাংলা টিভিট অর্থ ক্যলেংকারির ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিতে যাচ্ছে।  সেই সাথে ব্যাংক হিসাব তলব করেছে দূদক। বাংলা টিভির ব্যাংক একাউন্টের মাধ্যমে মানি লন্ডারিং করা হয়েছে কিনা তার তথ্য ব্যাংকের কাছেও চাওয়া হয়েছে।  

বিশ্বস্ত সূত্রে জানা যায়, সামাদুল সহ অপর পরিচালকগনও মানি লন্ডারিংয়ে ফেঁসে যাচ্ছেন। তাদের পরিকল্পনার বিশেষ ছিলো যে, সরকার আগামী নির্বাচনে পতন হলে দুদক আর তাদের নিয়ে মাথা ঘামাবেনা।  যদি তারা জানেনা যে, তাদের সকল খবর দুদকের কাছে পৌঁছে যায়।

সৈয়দ সামাদুল হকের পিতার নাম, সৈয়দ রফিকুল হক, মাতার নাম জুমেলা খাতুন, ঠিকানা ৬০/২ তলাবাগ সোবহানবাগ ঢাকা। 

উল্লেখ্য যে ২০১৭ সালে সম্প্রচারে আসার আগে থেকেই এই বাংলা টিভি নিয়ে নানাহ অভিযোগ ছিলো। দুদক দীর্ঘসময় কাল জুরে তাদেরকে নজরে রেখে এসেছিলো। 

সেলিনা আখতার মনি নিজের লেখা চিঠিতে জানান যে , বাংলা টিভির ব্যাবস্থাপক পরিচালক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে  প্রতিষ্ঠানটির শেয়ার কেনা বেচা নামে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার করেছে। এমন বহু তথ্য পাওয়ায় সুষ্ঠু তদন্ত উল্লেখযোগ্য হয়ে পরে।