পটিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত


নিহত হোছাইন মোহাম্মদ এসকান্দর জামী

০৪ জুলাই ২০২৩ ইং
চট্রগ্রাম প্রতিনিধি

চট্রগ্রাম প্রতিনিধি:



আজ মঙ্গলবার ৪ জুলাই বিকেলে পটিয়া বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় হোছাইন মোহাম্মদ এসকান্দর জামী (৪৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ৯ নং বড়লিয়া ইউনিয়ন পেরলা গ্রামের মরহুম একরামুল হক চৌধুরীর ৫ম পুত্র। তিনি মোটরসাইকেল চালিয়ে পটিয়া বাইপাস সড়ক হয়ে বাড়ির পথে রওনা হওয়ার সময় কক্সবাজারগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।



পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


পটিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ স্নেহাংশু বিকাশ সরকার জানান, থানায় বর্তমানে গাড়িটি জব্দ করা হয়েছে। সবকিছু তদন্তের প্রেক্ষিতে যথাযথা ব্যবস্হা গ্রহণ করা হবে।


হোছাইন মোহাম্মদ এসকান্দর জামী প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড পটিয়া শাখার কর্মকর্তা এবং পটিয়া গোবিন্দখীল এলাকায় বায়তুল ইকরাম জামে মসজিদের খতিব ছিলেন। পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে হযরত শাহজাহান আউলিয়া (র:) এবতেদায়ী মাদ্রাসায়ও দীর্ঘ বছর  শিক্ষকতা করেছেন। কচুয়াই ইউনিয়নে মধ্যম আজিমপুর নতুন জামে মসজিদেও দীর্ঘদিন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তাহাঁর পরিবারে সহধর্মিণী ও দুই সন্তান রেখে যান।

মুক্তির ৭১/নিউজ /কিবরিয়া