আমাদের দেশের মধ্যে আইটি যোদ্ধা তৈরি হবে - কবির বিন আনোয়ার


বক্তব্য দিচ্ছেন কবির বিন আনোয়ার

১৩ জুন ২০২৩ ইং
জবি প্রতিনিধি


আসাদুজ্জামান আপন, জবি প্রতিনিধি:


বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেছেন, 'আমরা উন্নয়ন কর্মকান্ড এবং অপপ্রচার, গুজবের জবাব দিব। সত্যকে তুলে ধরার মাধ্যমে ইতিহাস, প্রামাণ্য দলিল উল্লেখ করে কনটেন্ট বানাবো এবং তোমরা নিজেরাও তৈরি করবে। এভাবেই আমাদের দেশের মধ্যে আইটি যোদ্ধা তৈরি হবে'


মঙ্গলবার (১৩ জুন) জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর প্রচারণার লক্ষে স্মাট কর্নার ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে তিনি একথা বলেন।


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং তারই প্রচারণার অংশ হিসেবে কর্মীদের মাঝে আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে দলের ভাবমূর্তি সকলের সামনে তুলে ধরাই ছিল প্রশিক্ষণের আলোচ্য বিষয়।


এসময় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেন, আগে বিদেশে এত শ্রমিক বা গার্মেন্ট ছিল না। রাজস্ব বলতে জমির খাজনা এবং হাট বাজারের ইনকাম ছিল। জিয়া গ্রাম সরকার নাম চালু করে তার পেটুয়া বাহিনী দিয়ে দুর্নীতি গ্রামে গঞ্জে বিস্তার করে দেয়। দেশের বিভিন্ন জায়গায় সর্বহারা, বামদের অস্ত্র হাতে নামায় দেওয়া হল আওয়ামী লীগকে নিধন করার জন্য।


তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলেন। মানিকনগর এভিনিউতে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন আমরাও অস্রুজলে প্রতিজ্ঞা করলাম বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গনতান্ত্রিক, মুক্ত, উধার, অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে। এখনো পর্যন্ত যার নেতৃত্বে তিনি দিয়ে যাচ্ছেন।


স্মাট কর্নারের কার্যক্রম নির্বাচনের পর তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান।


সকালে কবির বিন আনোয়ারের শুভেচ্ছা বক্তব্য এবং তার উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় স্থানীয় পর্যায়ে স্মাট কর্নার স্থাপন, ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি, ইলেকট্রনিক মিডিয়ার অনলাইন জরিপে অংশ গ্রহণ প্রক্রিয়া, স্মার্ট কর্নারের ডিজিটাল নিরাপত্তা সুরক্ষা বাস্তবায়নে করনীয় সহ বিভিন্ন বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়।


অনুষ্ঠানে দেশের ২০টি জেলা থেকে কমিটির বিভিন্ন নেতাকর্মীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এছাড়াও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।