রাণীশংকৈলে আরো ৩৮ জন শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট খুশি


প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হচ্ছে

১৫ মে ২০২৩ ইং
স্টাফ রিপোর্টার


স্টাফ রির্পোটারঃ



স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৫ মে) মাধ্যমিক পর্যায়ে মাদ্রাসা ও কারিগরি ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে  মেধাবী শিক্ষার্থীদের মাঝে 'ট্যাবলেট' বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে এদিন সকাল ১১ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। এসময় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও শরৎচন্দ্র রায়, পরিসংখ্যান বিভাগের তদন্ত কর্মকর্তা মুক্তাদির রহমান, জুনিয়র পরিসংখ্যান সহকারী ওমর ফারুক চৌধুরী ও জ্যোতিষচন্দ্র রায় উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

পরে ৯ ম ও ১০ম শ্রেণির মাদ্রাসা পর্যায়ে ৩৬ জন ও কারিগরি পর্যায়ে ২ জন শিক্ষার্থীকে মোট ৩৮ টি ' ট্যাবলেট' বিতরণ করা হয়। প্রসঙ্গত, ইতোপূর্বে একই কার্যক্রমের আওতায় হাই স্কুল পর্যায়ে ৪৫ টি প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম শ্রণির মোট ২৭০ জন মেধাবী শিক্ষার্থীকে ' ট্যাবলেট' দেয়া হয়েছে।

মুক্তির ৭১/ নিউজ / হু ক