বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • কৃষি

    কলাপাড়ায় তৃতীয় দফায় কৃষকদের বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    কলাপাড়া প্রতিনিধি থেকে
    প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪ ইং
          32
    ছবি: কৃষক সমাবেশ
      Print News



    কলাপাড়া প্রতিনিধি:


    পটুয়াখালীর কলাপাড়ায় তৃতীয় দফায় কৃষকদের বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধানের মন ৪০ কেজীতে নির্ধারণ,লাভজনক দাম,খাল স্লুইস দখল মুক্ত,ইজারা বাতিল সহ কৃষক বঞ্চিত নানা দাবি নিয়ে এ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় কলাপাড়া পৌরশহরের প্রেসক্লাব সংলগ্ন  উপজেলা প্রশাসন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


    সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন),বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলার আহবায়ক প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, মিঠগঞ্জ ইউনিয়নের কৃষক প্রতিনিধি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মতিউর রহমান,ওয়ার্ড আহ্বায়ক মোঃ হারুনর রশীদ,সদস্য মোঃ জাফর সিকদার,ডাল্বুগঞ্জের কৃষক মোঃ শহীদুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যের মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক ও কৃষক সমিতির সদস্য কমরেড নাসির তালুকদার,বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ নেতা খান মতিউর রহমান সহ উপজেলার কয়েক শত কৃষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


    প্রায় ১ ঘন্টাব্যাপী সমাবেশে বক্তারা ৪০ কেজীতে ধানের মন বাস্তয়ান,নতুন করে উপজেলার কোন খাল স্লুইচ ইজারা না দেয়া,ন্যায্যমুল্যে সার কীটনাশক বিক্রি,সরকারী গোডাউনে ঝামেলা মুক্ত ধানবিক্রি নিশ্চিত,সহজ শর্তে কৃষিঋণ প্রদান,কৃষি কার্ডের সুবিধা না পাওয়া সহ কৃষকদের নানা বঞ্চনার কথা তুলে ধরেন।


    সমাবেশ শেষে কৃষরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নানা প্রতিবাদী স্লোগানে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ রবিউল ইসলামের কাছে একটি স্মারক লিপি দেয়াহয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৃত কৃষক ও কৃষক প্রতিনিধিদের সাথে তাৎক্ষণিক একটি মিটিং করেন। এসময় তিনি উপস্থিত কৃষকদের নানাবিধ সমস্যার কথা শুনেন। এরপর সমস্যা সমাধানে টোটাল উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে ১২০ জন কৃষক,কৃষক সংগঠনের প্রতিনিধি,গনমাধ্যম কর্মী,ধান ও অন্যান্য কৃষি পণ্য ব্যবসায়ী সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধী,ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মিটিং করে ধান বিক্রি ও কৃষকদের দাবি দাওয়া সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাই আগামী সোবমবার উপজেলা পরিষদ হল রুমে একটি মতবিনিময় সভা করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। 


    পুরো সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসলাম। 


    মুক্তির ৭১/নিউজ /রাসেল

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 760742