দিনাজপুর প্রতিনিধি:
‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ স্লোগানকে প্রতিপাদ্য করে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ পূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামসুদ্দোহা মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. হাসিনা বানু, মেডিকেল অফিসার লিমন চন্দ্র সেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাজাহান সরকার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক মিয়াসহ সাংবাদিকবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার উপকারিতাসহ বিস্তারিত তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. আসিফ জাহান পিয়াস।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। তাই জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী সহ ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এ টিকা নিতে পারবেন।
মুক্তির ৭১/নিউজ /আজিজার