স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশে প্রথম বারের মতো শুরু হতে যাচ্ছে ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ (ইউপিএল) ২০২৪।
আজ ২ জুন রোববার থেকে ১৩ সেপ্টেম্বর এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের ৩২ টি বিশ্ববিদ্যালয়।
তরুণদের প্রাচুর্যে ভরা বিশাল জনগোষ্ঠীর এ দেশে তরুণ যুবসমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দপূর্ণ, অধিকতর যোগাযোগ যোগ্যতা, শৃঙ্খলাবোধ জাগ্রত করা, প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি, দেহ মনের উৎকর্ষ সাধন এবং সর্বোপরি স্মার্ট বাংলাদেশের জন্য সত্যিকারের দেশপ্রেম সমৃদ্ধ স্মার্ট যুব সমাজ বিনির্মানে এ আয়োজন।
আয়োজক কমিটির পক্ষে জাকির হোসাইন জানান, টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ‘ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ’ আয়োজনের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি ক্রীড়া সংস্কৃতিতে সুস্থ মাদকমুক্ত সমাজ গঠনে অন্যতম ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই আয়োজনকে সুন্দর সফল করে বাংলাদেশকে একটি সুস্থ সবল ও আগামীর অদম্য প্রজন্ম উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।
অচিরেই এই টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমন্ত্রণ পত্র পাঠানো হবে। এই টুর্নামেন্টকে সফল করতে যুগোপযোগী নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মুক্তির ৭১/নিউজ /হানিফ