নিউজ ডেস্ক:
বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি ফাইটার ট্রেনিং এয়ারক্রাফট চট্রগ্রাম শহরের পতেঙ্গা এলাকার কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে। দুই পাইলট প্যারাসুট দিয়ে নিরাপদে বেরিয়ে এসেছেন। একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার তাসনিম আহমেদ বলেন, সকাল ১১টার দিকে পতেঙ্গা এলাকায় বিমান বাহিনীর ওয়াইএকে ১৩০ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
তিনি বলেন, বিমানে থাকা পাইলটরা অক্ষত রয়েছেন এবং তারা নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন। বিধ্বস্ত স্থান থেকে তাদের উদ্ধার করে ঘাঁটিতে পাঠানো হয়েছে।
ডুবুরি, ফায়ার সার্ভিস, নদীবন্দরে অবস্থানরত বিভিন্ন জাহাজের নাবিকরা বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করতে কাজ করছেন।
পতেঙ্গা থানার ডিউটি অফিসার নুরুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পাইলটরা নিরাপদে ছিলেন।
সূত্র-বাসস