ফাতেমা ইসরাত রেখা:
এই রৌদ্রস্নাত দুপুরের তপ্ত অগ্নি মাড়িয়ে
তুমি হেঁটে এলে পুরানো স্মৃতির সুখ ছায়ায়,
শহরের ধুলো মাখা চৈতালী বিকেল ছুঁয়ে
হারালে মেঘের দেশে একবিন্দু বৃষ্টির মায়ায়।
কিছু মায়াবী ভুলে, তোমার নীল বসনা চুলে
কী গভীর গোপন ইচ্ছেরা নকশা এঁকেছিলো!
শূন্য উঠোনে বাতাবী লেবুর ঘ্রাণে একদিন তাই
পাতার ফাঁকে চঞ্চল টুনটুনি বাসা বেঁধেছিলো।
তোমার ভাবনা জুড়ে কিছু মুখস্থ কাঠগোলাপ
হাতে রাখা শুকনো বকুলের দু'টো মালা যতনে,
দু'চোখের চাহনীর এত পরিচিত আকুতি সেই
আজ কেবলই বিষাদের নিনাদে বাজে মনে।
তোমার আকাশে আজও নক্ষত্রেরা খেলা করে
নিরিবিলি গান গায় পাপিয়া বিরহী সুর তুলে,
অথচ তোমার পিয়ানোর টুংটাং শব্দ নিশি দিন
সেইসব গানের প্রতিশ্রুতি নিয়ে আসে খেয়ালে।
ফাতেমা ইসরাত রেখা
সাহিত্য সম্পাদক
মুক্তির ৭১ নিউজ ডট কম