ফাতেমা ইসরাত রেখা:
বাতাবী সুবাস ছড়ানো বাতাসে ভেসে আসে
তোমার চুলের সুগন্ধ মাখা বাসন্তী অনুভব,
সবুজাভ ফসলের ঘ্রাণ বুকে নিশ্চুপ মধ্যরাত
দুয়ারে হানা দেয় এলোমেলো উঠোনের ঘুমে।
তুমি কি বুঝতে পারো! উন্মাদ এই দু'টি চোখ
কেন তবু স্থির হয়ে আনমনে হাঁটে নির্জনে
কেন ভাঙে পাখিদের ঘুম সুরের মধুর কলতানে?
বাতাসে উড়ে ঝাঁক বেঁধে বলাকারা রাশি রাশি
মেঘের পালকিতে ঝরিয়ে প্রতিশ্রুতির পালক
তুমি কি জানো না, সোনা মেয়ে জোছনা শরীরে
আমার অঙ্গন জুড়ে তুমিই এক অর্বাচীন বালক!
বিস্ময়ে আমি নির্বাক হয়ে যাই যেন অনন্ত বর্ষণে
ভিজে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে ঘাসের চাদরে
আমার ইচ্ছার বুকে পোষা সুখ বিম্বিত অবসরে।
ভাবনায় ব্যাকুল মন হারিয়ে যাওয়া পথের বাঁকে
কি বাতাস ছুঁয়ে দেয়, কি তুমুল আলোড়নে ভেসে!
হেরে গিয়ে মন ফিরে যায় তবু চেতনার জাগরণে,
তোমার দখল নেয়া এই অরণ্যের সবুজ বনভূমি
ক্লান্তির ছাপ আঁচলে মুছিয়ে দেয় যেন খুব সন্তর্পণে।
বেহাগ বেজে চলে একটানা বাতাসে নিঃশ্বাস ছেড়ে
কালো চোখ যেথা ঘোলা হয়ে আসে বেনামী ভবঘুরে।
ফাতেমা ইসরাত রেখা
সাহিত্য সম্পাদক
মুক্তির ৭১ নিউজ ডট কম