খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় পল্লী বিদ্যুতের পিলারবাহী গাড়ী ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. ওমর ফারুক হাসান (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেল থাকা তিন বছর বয়সী দুইটি শিশু ও নিহতের বোন গুরুতর আহত।
হাসান উপজেলার পশ্চিম হাসিমপুর (মাঝাপাড়া) গ্রামের মো. জাকির হোসেনের ছেলে এবং পাকেরহাট সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রানীরবন্দর-খানসামা আঞ্চলিক মহাসড়কে উপজেলার পুলহাট (তুহিনের ভাটা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটর সাইকেলযোগে বোন ও বোনের দুই সন্তানকে নিয়ে একই উপজেলার ভান্ডারদহ বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্য যাওয়ার পথে এ র্দুঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের ৪ আরোহীর তিনজন ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং হাসান মারা যায়। স্থানীয়রা দ্রুত গুরুতর আহতদের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চিকিৎসাধীন রয়েছেন।
খানসামা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল বলেন, 'আমরা দুর্ঘটনার বিষয়টি জানি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
মুক্তির ৭১/নিউজ /আজিজার