শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • কৃষি

    ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কমল পেঁয়াজের দাম

    দিনাজপুর প্রতিনিধি থেকে
    প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩ ইং
          327
    ছবি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান
      Print News

    দিনাজপুর প্রতিনিধি:


    দিনাজপুরের খানসামায় গত বৃহস্পতিবার রাতে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হলেও এক দিনের ব্যবধানে তা বেড়ে হয় ২০০ থেকে ২৪০ টাকায়। অস্বাভাবিক দাম বাড়ার পর রবিবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন সবজি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এরপর দাম কমে ১৫০ টাকায় বিক্রি হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি।


    স্থানীয় নূর আমিন বলেন, সকাল থেকে অধিকাংশ দোকানে পেঁয়াজ পাওয়া যায়নি। কয়েকটি দোকানে পেঁয়াজ থাকলেও ২৩০ থেকে ২৪০ টাকায় বিক্রি করছিল।


    পাকেরহাট এলাকার সবজি বিক্রেতা আ. রাজ্জাক বলেন, আগে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি করেছি। আড়ৎ এ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আজ সকাল থেকে ২০০-২৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর ১৫০ টাকা দাম নির্ধারণ করে দিয়েছে। এখন সে দামেই বিক্রি করছি।


    সহকারী কমিশনার  (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলার বাজারসমূহে পেঁয়াজের বাজার মূল্য ও সরবরাহ পর্যবেক্ষণ করা হয়। এ সময় পেয়াজের মূল্য তালিকা প্রদর্শনসহ ক্রয়ের রশীদ সংরক্ষণ করতে বলা হয়েছে। এ ছাড়া যৌক্তিক মূল্যে পেয়াজ বিক্রি নিশ্চিত করা হয়। বাজার মনিটরিং এর এ ধরণের অভিযান চলমান থাকবে।


    ছবির ক্যাপশন: ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খানসামা উপজেলা প্রশাসন।


    মুক্তির ৭১/নিউজ /আজিজার


    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 754142