মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় মাদক সেবনের অভিযোগে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী তাদের এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শামুকখোল গ্রামের গোলাম সরোয়ার ঝুন্টু (৩০), বড়বেলালদহ গ্রামের নাজমুল ইসলাম (২৭) ও চকরামাকান্ত গ্রামের সুজন হোসেন (২২)।
নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহিন শওকত জানান, সোমবার মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে ঝুন্টু ও নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী ঝন্টু ও নাজমুলকে ১ বছর করে কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
অন্যদিকে মাদক সেবনের অভিযোগে চকরামাকান্ত গ্রামের সুজন হোসেনকে এক মাসের কারাদণ্ড ও ১ এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মুক্তির ৭১/নিউজ /মহসিন