বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • প্রযুক্তি

    প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখ রাসেল পদক পেলো দিনাজপুরের ক্ষুদে উদ্ভাবক সবুজ

    স্টাফ রিপোর্টার থেকে
    প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ ইং
          450
    ছবি: প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখ রাসেল পদক পেলো দিনাজপুরের ক্ষুদে উদ্ভাবক সবুজ
      Print News



    স্টাফ রিপোর্টারঃ



    শেখ রাসেল পদক ২০২৩ ক্ষুদে উদ্ভাবক (ব্যক্তিগত) ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখ রাসেল পদক পেলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কিশোর সবুজ সরদার (১৭)।

    বুধবার  সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত শেখ রাসেল দিবস  উদ্বোধনী ও শেখ রাসেল পদক ২০২৩ প্রদান অনুষ্ঠানে সবুজ সরদার কে এই পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

    দশটি ক্যাটাগরিতে সারাদেশের ১১জন উদ্ভাবকের মধ্যে তাকে এই পদক প্রদান করা হয়। এর আগে গত ১৫ অক্টোবর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পক্ষ থেকে  শেখ রাসেল পদক ২০২৩' ব্যক্তিগত ক্যাটাগরিতে ক্ষুদে উদ্ভাবক হিসেবে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ রাসেল পদক এর জন্য চুড়ান্তভাবে নির্বাচিত হলে সবুজ সরদারকে পদক গ্রহণের জন্য  চিঠি দেয়া হয়।

    সবুজ সরদার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের ভ্যান চালক একরামুল হকের ছেলে। 

    সে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বি.এম ইনস্টিটিউট এর একাদশ শ্রেণীর ছাত্র।

    সে দেশের কৃষি খাতকে উন্নত করার জন্য কীটনাশক ছিটানোর ড্রোন আবিষ্কার করেছেন। এই ড্রোন দিয়ে কৃষি জমিতে কীটনাশক স্প্রে করা যাবে। 

    যা প্রতি ১০ মিনিটে এক বিঘা জমি স্প্রে করা সম্ভব। ফায়ার সার্ভিসের আগুন নিভানোর কাজেও ব্যবহার করা যাবে বলে দাবি ক্ষুদে উদ্ভাবক সবুজ সরদারের। এ উপলক্ষে গত ১৫ ই আক্টোবর জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল তার কার্যালয়ে সবুজ সরদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সবুজ সরদারের এই কৃতিত্বতে ফুলবাড়ীবাসী তাকে আভিনন্দন জানিয়েছেন।

    ক্ষুদে উদ্ভাবক সবুজ সরদার বলেন, আমি কৃষক ঘরের ছেলে। ছোট থেকেই দেখছি বাবা জমিতে খুব কষ্টে কাজ করেন। বাবার কষ্টের কথা চিন্তা করে কষ্ট লাঘবে কীটনাশক ছিটানো এই ড্রোন তৈরি করি।যা দেশের অন্যতম উদ্ভাবন হয়ে ওঠে। আমি শেখ রাসেল পদক পাওয়ায় খুবই গর্বিত অনুভব করছি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে আরও নতুন কিছু উদ্ভাবন করে দেশের জন্য কিছু করার চেষ্টা করব।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. কামাহ্ তমাল জানান, শেখ রাসেল পদক ২০২৩' এর ব্যক্তিগত ক্যাটাগরিতে ক্ষুদে উদ্ভাবক ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শেখ রাসেল পদক পেয়েছেন এই উপজেলার সন্তান সবুজ সরদার। তার এই সফলতায় আমরা অত্যন্ত গর্বিত। আমরা তার উত্তোরত্তর সফল্য কামনা করছি। উল্লেখ্য, সবুজ সরদার ২০২২ সালে প্রথমে চালক বিহীন  উড়োজাহাজ উদ্ভাবন করে আলোচিত হন। পরে ওই বছরেই সবুজ তৈরি করেন কৃষি জমিতে কীটনাশক ছিটানো ড্রোন। যা গণমাধ্যমে প্রকাশ পেলে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে। এরই প্রেক্ষিতে ২০২৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও বিকাশ প্রতিযোগিতায় দেশের ১৭ জন উদ্ভাবকের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সবুজ। আবারও শেখ রাসেল পদক ২০২৩' এর ব্যক্তিগত ক্যাটাগরিতে ক্ষুদে উদ্ভাবক ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে শেখ রাসেল পদক পান।

    মুক্তির ৭১ /নিউজ /হু.ক

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 752962