ঈশ্বরদী প্রতিনিধি:
শিল্পী,কবি সাহিত্যিক, সাংবাদিক ও সুধীজনের সরব উপস্থিতিতে ২৯ সেপ্টেম্বর সন্ধায় অনুষ্ঠিত হলো ঈশ্বরদীর স্বনাম ধন্য সাহিত্য, সংস্কৃতি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ডিডিপির কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলার তিনশত উনিশ পর্ব।
ডিডিপির নিজস্ব কার্যালয়ে ডিডিপির চেয়ারম্যান, জংশন সম্পাদক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জেএসএস কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজার সভাপতিত্বে এবং কন্ঠশিল্পী ও সংগীত শিক্ষক রেজাউর রহমান পাপ্পুর সন্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা ও আবৃত্তি করেন প্রবীণ গীতিকবি ও শিল্পী মোঃ বদিউজ্জামান, রূপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী ওস্তাদ মাসুদ রানা, আওয়ামী মৎস্যজীবী লীগ পাবনা জেলা সভাপতি জাকিরুল মওলা জিয়া, বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কবি সাধন কুমার কুন্ডু, কবি ওয়াজেদ আলী, কবি নুরে আলম সিদ্দিক নাহিদ,কবি মুনমুন আক্তার, কবি ও শিল্পী ইলমাতুল ইসলাম রূপা, কবি মওলা বক্স,কবি রজব আলী,কবি সুরাইয়া ইসলাম সৃষ্টি , কবি আনোয়ার হোসেন প্রমুখ।
সংগীত পরিবেশন করেন শিল্পী মিজানুর রহমান, মুকুল হোসেন, পাপ্পু রহমান, বদিউজ্জামান, জুলেখা বাউল, রিপন ফকির, প্রার্থনা, আনিচ ম্যাজিশিয়ান, খায়রুল ইসলাম,জুনায়েদ পাগল, বিরেন বোস, এস এম রাজা প্রমুখ। এর আগে ডিডিপির ছাত্রী তৃপ্তির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
সন্ধা ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত একটানা প্রায় ৫ ঘন্টার অনুষ্ঠানটি ব্যাপক প্রশংসিত হয়।
মুক্তির ৭১/নিউজ /মামুনুর