কবিতা: নিশুতির উষ্ণতা


প্রতিকী ছবি

২৯ এপ্রিল ২০২৩ ইং
ফাতেমা ইসরাত রেখা


ফাতেমা ইসরাত রেখা:


মোহময় বৃষ্টির সন্ধ্যারা থেমে গেছে 

বুকে জমানো অক্সিজেন পুড়ে যাচ্ছে ক্রমশ 

নিঃশব্দ হাহাকার জেগে আছে অকারণ,

সকালের সূর্যের তাপে শুকিয়ে যায় রক্তের ছায়া 

বাড়ন্ত শহরে আলোকিত সময়ের উত্তাপে 

নিভে যায় ফলসা সবুজের মায়া কানন।


এখানে আজকাল মিথ্যারা খলবলিয়ে হাসে 

ভালোবাসে, হ্যাঁ মানুষেরা খুব ভালোবাসে 

সত্যের অপলাপে মিথ্যার অযাচিত প্রহসন, 

মুখোশের আড়ালে মুখ দেখে বোঝা দায়

সস্তায় কেনা যায় মানুষের আবেগ কিংবা প্রেম 

আপাদমস্তক ছাইপাশ ভাব বিনিময়ের বিপণন। 


আজকাল আরাধ্য সময় ঘুমিয়ে আছে নিরিবিলি 

নিশুতির বুকে একটু উষ্ণতা খুঁজে পেতে 

বুকের গভীরে থেমে আছে আমার শহুরে মন, 

পাপের আগুনে পুড়ছে শহর, সময়ের তাপে সময়

বাড়তে থাকা পারদে মাটি চাটছে নেড়ি কুকুর

থার্মোমিটারেও আজকাল অসাধুদের নিয়ন্ত্রণ।


তবুও অপেক্ষা দু'চোখের পাতায় জেগে থাকে 

নিত্য দিনের দহন শেষে বুঝি একদিন 

অঝোরে নামবে বর্ষা সুখের বার্তায় অগণন, 

সবুজ পৃথিবী আবার হাসবে সুখের হাসি 

ভালোবাসা দিয়েই যেমন শুরু হয় শিশুর বিকাশ 

তেমনি মানুষের জীবন বোধে হবে রূপায়ণ। 

ফাতেমা ইসরাত রেখা 

সাহিত্য সম্পাদক 

মুক্তির ৭১নিউজ ডট কম