দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭


দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাহন

২৯ এপ্রিল ২০২৩ ইং


স্টাফ রির্পোটারঃ

দিনাজপুরের ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে় সড়কের পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আবু তাহের (৬০) নামে এক ট্রাকের যাত্রীর মৃত্যু হয়। নিহত আবু তাহের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জানিপুর গ্রামের মৃত তোফিল উদ্দিন এর ছেলে। এ ঘটনায় এক নারীসহ সাতজন আহত হয়েছেন।


শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের  ভাগলপুর মোড় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন, নবাবগঞ্জ থানার  (ওসি তদন্ত) মমিনুজ্জামান।


পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আবু তাহেরের ভগ্নিপতি মোঃ রেজওয়ান ইসলাম বদলিজনিত কারণে বাড়ির আসবাবপত্র নিয়ে (ঢাকা মেট্র -ন-১৩-৯৭৬৬) একটি ট্রাকে করে রংপুর থেকে নিজ বাড়ি বিরামপুর  বিসকিনেতে নিয়ে যাচ্ছিলেন। রেজওয়ান ইসলাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তাই তাকে সহযোগিতা করতে আবু তাহের একই ট্রাকে তাদের সাথে রংপুর থেকে বিরামপুর  বিশকিনির উদ্দেশে  যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকটি নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর বাজার সংলগ্ন স্থানে পৌঁছালে, নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই  আবু তাহের এর মৃত্যু হয়।

এঘটনায় ট্রাকের ড্রাইভার,হেলপার সহ ট্রাকে থাকা বিরামপুর উপজেলার বিসকিনি গ্রামের রেজওয়ান (৪২) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৩৮) সহ  ৭ জন আহত হয়। নিহত আবু তাহের ফরিদা ইয়াসমিনের বড় ভাই।

বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।  এসময় ফুলবাড়ী ফায়ার সার্ভিস কর্মিরাসহ স্থানীয়দের সহযোগিতায়  আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানার ওসি তদন্ত মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ ট্রাকের মালামাল নিয়ন্ত্রনে নেয়।কারও কোনো অভিযোগ না থাকায়, মরেদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তির ৭১ /নিউজ / হু. ক