নেত্রকোনা পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


নেত্রকোনা পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

২১ এপ্রিল ২০২৩ ইং
পূর্বধলা প্রতিনিধি


পূর্বধলা প্রতিনিধি:


নেত্রকোনার পূর্বধলায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে।

ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে উপজেলার শ্যামগঞ্জ গোহালাকান্দা পরিবার পরিকল্পনা ক্লিনিকের সামনে শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার পর পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ, তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিক্সাটি ৬/৭ জন যাত্রী নিয়ে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে আসার পথে উপজেলার গোহালাকান্দা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন নিহত হয়।

নিহতদের মধ্যে স্থানীয় ইসবপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাকিব (২২), শাহবাজপুর গ্রামে অবনী দেবনাথ এর ছেলে নিরঞ্জন দেবনাথ(৪৪)।

আহতরা হলেন বুগী গ্রামের আব্দুর গফুরের ছেলে আটো চালক আমান উল্লাহ, আলীপুর গ্রামের আব্দুল হেকিমের পুত্র আকসামুল, বরুনা গ্রামের ফারুক আহমেদ, নওপাই গ্রামের আকিব মিয়া।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করা চেষ্টা চলছে এবং অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।


মুক্তির ৭১/নিউজ /মামুন