কবিতা : তুমি শব্দের মায়া - রেখা


ফাতেমা ইসরাত রেখা

১৯ অক্টোবর ২০২৪ ইং


ফাতেমা ইসরাত রেখা:



শামুক জলের মতো ব্যথিত তোমার দুই চোখ 

নীল ঢেউ পাখির মতো সহজ নয় জানি, 

সান্ধ্য নদীর জলে বৃষ্টির ফোটা থেকে নতুন ভাবনায়

তোমাকে বাঁচিয়ে রাখে বুকের ভেতর নোনা স্রোত।

হারিয়ে যেতে চাইলেও হারানো যায় না সহজে তাই 

বারবার দূরে গিয়ে বারবার ফিরে আসি আনমনে। 


তোমাকে ফিরিয়ে দেবো ভাবি যতবার মনে মনে 

ততবারই বুঝতে পারি, তোমাকে অর্জন করতে পারিনি এখনো 

তাই বুঝি অপ্রিয় ভাবনা থেকে আরও গাঢ় আবেদনে প্রিয় হয়ে উঠো প্রতিবার। 

কড়ির মতো ফুটফুটে মুখের হাসি যেনো রোদের ঝিলিক 

হিজলের ফুল সকাল, চোখের রঙে না বলা কথারা 

অনেক কথাই বলে যায় বিশুদ্ধ শব্দের মায়ায়।


আগুন চোখ, শব্দের ছড়াছড়ি চিতার মতো দগ্ধ করে 

তোমার চলে যাওয়া কিংবা অপ্রেমের আঘাতে পোড়া ক্ষত। 

দখিনের জানালায় সূর্যাস্ত দেখি চায়ের কাপের ধোঁয়ায়

মিলিয়ে যায় স্মৃতির পাতা ঝরা গোধূলি আলোয় 

তবু তুমি জেগে থাকো অন্ধকার ভেদ করে পুরানো রীতিতে। 

ফাতেমা ইসরাত রেখা 

সাহিত্য সম্পাদক 

মুক্তির ৭১ নিউজ ডট কম